Meeting with Advisor, Ministry of Fisheries and Livestock

We had a courtesy meeting and brief discussion on tobacco control was held with the Honorable Advisor to the Ministry of Fisheries and Livestock Ms. Farida Akhtar today (September 24, 2024) at the Bangladesh Secretariat. In the meeting the Adviser assured to the delegation team that her ministry would provide full cooperation in tobacco control issues.

মৎস ও প্রাণিসম্পদ উপদেষ্টার সাথে মানস প্রতিনিধি দলের স্বাক্ষাত
২৪ সেপ্টেম্বর ২০২৪ সকালে বাংলাদেশ সচিবালয়ে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মিজ ফরিদা আখতার এর সাথে মানস এর একটি প্রতিনিধি দলের সৌজন্য স্বাক্ষাৎ ও তামাক নিয়ন্ত্রণ বিষয়ক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী প্রতিনিধি দলের নের্তৃত্ব দেন এবং মাননীয় উপদেষ্টাকে তামাক নিয়ন্ত্রণ ও জনস্বার্থে তার মন্ত্রণালয়ের পক্ষে সহযোগিতার আহ্বান জানান। স্বাক্ষাতের শুরুতে অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব গ্রহণ করায় উপদেষ্টাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
তামাক নিয়ন্ত্রণে তার মন্ত্রণালয়ের পক্ষে সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন মৎস ও প্রাণিসম্পদ উপদেষ্টা।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মানস এর সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান তালুকদার, প্রকল্প সমন্বয়কারী উম্মে জান্নাত এবং সিনিয়র প্রজেক্ট এন্ড কমিউনিকেশন অফিসার আবু রায়হান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *