স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক বিরোধী পুরস্কার পেল ‘মানস’

‘মানস- মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা’ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক সেরা প্রতিষ্ঠান ক্যাটাগরীতে পুরস্কৃত হয়েছে। রবিবার, ১৪ জুলাই, ২০২৪ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন মানস সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. অরূপরতন চৌধুরী।
মাদক বিরোধী প্রচার ও সামাজিক উদ্বুদ্ধকরণ এবং মাদক বিষয়ক বিভিন্ন গবেষণা ও প্রকাশনা কার্যক্রম পরিচালনায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরুপ এই পুরস্কার পেয়েছে মানস। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান, এনডিসি এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেনজির আহমেদ আহমেদ, এমপি এবং সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. মশিউর রহমান, এনডিসি।
উল্লেখ্য, মাদক ও তামাক বিরোধী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মানস দীর্ঘ ৩৫ বছর যাবৎ বিভিন্ন সভা, সেমিনার, প্রশিক্ষণ কর্মশালা, শোভাযাত্রা, জাতীয় পর্যায়ে এ্যাডভোকেসী, মানববন্ধন, সংবাদ সম্মেলন, বই ও উপকরণ প্রকাশ এবং বিতরণ, মানস সভাপতি কর্তৃক সকল পত্রিকায় নিয়মিত প্রবন্ধ লেখা, মাদক ও তামাকবিরোধী শর্ট ফিল্ম তৈরি ও প্রচার, সরকারি-বেসরকারি টেলিভিশনে টক-শো তে অংশগ্রহণ করেন। মানস সভাপতি ১৯৮৪ সাল থেকে বাংলাদেশ টেলিভিশনে ধূমপান, মাদক বিরোধী সচেতনতামূলক অনুষ্ঠান পরিচালনা করছেন। ২০১৫ সালে মানস এর প্রযোজনায় দেশে সর্ব প্রথম তামাক ও মাদক বিরোধী পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা ‘স্বর্গ থেকে নরক’ নির্মাণ করেন।

জাতীয় ও স্থানীয় পর্যায়ে তামাক ও মাদকবিরোধী প্রতিরোধ কার্যক্রম ও সমাজসেবায় অবদানের স্বীকৃতিস্বরুপ ‘একুশে পদক’ বিশ^ স্বাস্থ্য সংস্থা’র ‘টোব্যাকো অর হেলথ মেডেল’সহ দেশীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে অসংখ্য সম্মানজনক স্বীকৃতি লাভ করেছেন ড. অরূপরতন চৌধুরী ও মানস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *