স্বাস্থ্য সেবা বিভাগের সচিব এর সাথে স্বাক্ষাৎ

 

২২ আগস্ট, ২০২৩ বিকেলে তামাক নিয়ন্ত্রণ বিষয়ে মানস সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. অরূপরতন চৌধুরীর নের্তৃত্বে একটি প্রতিনিধি দল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব (স্বাস্থ্য সেবা বিভাগ) ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার এর সাথে স্বাক্ষাৎ করেন।

স্বাক্ষাৎকালে তামাক নিয়ন্ত্রণে বাংলাদেশের অগ্রগতি ও চ্যালেঞ্জ বিষয়ে আলোকপাত করা হয়। এছাড়াও ‘স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ ব্যবস্থাপনা কমিটি’র সভা নিয়মিতকরণ, মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুত তামাকমুক্ত বাংলাদেশ বাস্তবায়নে ‘রোডম্যাপ’প্রণয়ন, এফসিটিসি আর্টিকেল ৫.৩ অনুসারে এনটিসিসি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য গাইডলাইন, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ সংশোধনী বিষয়সমূহ তুলে ধরা হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল’র সমন্বয়কারী জনাব হোসেন আলী খোন্দকার, সচিবের একান্ত সচিব কাউছার হামিদ, মানস এর তামাক নিয়ন্ত্রণ প্রকল্প সমন্বয়কারী উম্মে জান্নাত ও প্রকল্প কর্মকর্তা আবু রায়হান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *