মাদকবিরোধী সচেতনতায় সম্মাননা পেল ‌‌‌‌‌‌’মানস’

 

মাদকবিরোধী প্রচার ও সামাজিক উদ্বুদ্ধকরণ এবং মাদক বিষয়ক বিভিন্ন গবেষণা ও প্রকাশনা কার্যক্রমের স্বীকৃতি স্বরুপ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক সম্মাননা লাভ করেছে মানস- মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা।

আজ (৩০ জুলাই ২০২৩) সকালে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যমঞ্চে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস -২০২৩ উপলক্ষ্যে আয়ােজিত সেমিনারে প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি’র কাছ থেকে এ সম্মাননা গ্রহণ করেন মানস এর সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান তালুকদার।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী’র নের্তৃত্বে ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত ‘মানস’ তামাক ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সরকারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপদেষ্টা কমিটি ও তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *